পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস এবং বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন জায়গায় জমি দখল, লুটপাট, ঘের দখলসহ নানান অনিয়ম তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটির সভাপতি নয়ন হোসেন, ঈশিতা এনাম। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুমন আহমেদ , কুয়েটের মোঃ আসির ফয়সাল , মোঃ রাহানুর রহমান হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ ফাহিম শাহরিয়া সজীব ,পাবনা বিশ্ববিদ্যালয়ের মোঃ আশিক হাসান পলক, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আকসারা নেওয়াজ, বিএল কলেজের এস এম ওসামা।