সর্বশেষ:

পাইকগাছায় অনলাইন জুয়া

পাইকগাছায় অনলাইন জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

পাইকগাছায় অনলাইন জুয়া
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মোবাইল জুয়া খেলে ঋণের দায়ে নাজমুল ইসলাম সরদার নামে এক যুবক (২৮) বিষপান করে আত্মহত্যা করেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষ পানের কারনে মৃত্যু বরণ করেন। সে উপজেলার কালুয়া গ্রামের মৃত্যু আবদুল গফুরের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বাহির হয়ে কালুয়া বাল্লায় এসে জৈনক ব্যাক্তির সাথে নাজমুল কথা বলেন যে, আমার কাছে কয়েক জন মোটা অংকের টাকা পাবে দিতে না পারলে বিষ খাওয়া ছাড়া উপায় নেই। এ কথা বলে সে মৌখালী বাজারে যায়। সন্ধ্যা সাতটার দিকে বাজার থেকে ফিরে হাড়িয়ার ডাঙ্গা মাথায় মাসুমের চায়ের দোকান এসে আমি বিষ খেয়েছি বলে মাঠিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষিন স্থানীয়রা নাজমুল কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রোগীর অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নাজমুল কে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পতিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে আঠারো মাইল নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান বলেন, নাজমুল দেনার দায়ে বিষপান করে আত্মহত্যা করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana