আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- পলাশবাড়ী প্রেসক্লাব সদস্য সাংবাদিক রাহিদুল ইসলাম বাবু ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তার এ সাফল্যর জন্য ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান সহ ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাব্বত সরকার, আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, সাংবাদিক আল মাহমুদ জামান, হাসিবুর রহমান স্বপন, ফজলার রহমান, এ্যাড. আবেদুর রহমান সবুজ, মাসুদ রানা, এহসানুল মিলন, লিমন প্রমূখ।
অনুষ্ঠানে ৫নং মহদীপুর ইউপি’র বাবু চেয়ারম্যানকে পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।