সর্বশেষ:

কার্গো

নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে,জাহাজটি ও নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধারের কাজ চলছে-

কার্গো
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
খুলনা বটিয়াঘাটার মাথাভাঙ্গা নামক স্থানে অবস্থিত রেল সেতু। রোববার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে পিলারে ধাক্কা লেগে ড্যাপ সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ২ জন শ্রমিক নিখোঁজ হয়েছে। রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ বলেন, মালবাহি জাহাজটি উদ্ধার ও নিখোঁজ ব্যক্তিদপর সন্ধান অব্যাহত রয়েছে। নিখোঁজ দুইজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত হোসেন।

কার্গো

খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ ২ জনের সন্ধান মেলেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২ টার দিকে
এই দুর্ঘটনা ঘটে। কিছু মানুষ সাতরে উপরে উঠে। সূত্র প্রকাশ, জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ইঞ্জিন কি হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সাথে ধাক্কা লাগে। আমাদের দুইজন নিখোঁজ রয়েছে।

টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়। তিনি জানান, কার্গো জাহাজে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রেল সেতুর পিলারে সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana