সর্বশেষ:

নারী ফুটবলার মঙ্গলী

নারী ফুটবলার মঙ্গলী আবারও হাসপাতালে ভর্তি, সিটি স্কানের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ

নারী ফুটবলার মঙ্গলী
Facebook
Twitter
LinkedIn

হিরামন সাগর,খুলনা:
বটিয়াঘাটায় হামলার স্বীকার নারী ফুটবলার মঙ্গলী বাকচী তীব্র মাথা ব্যাথা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি। সোমবার(৪ সেপ্টেম্বর) দুপুরে প্রচন্ড মাথা ব্যথা অনুভব করলে তাকে তার পরিবার দ্রুত বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিত মল্লিক বলেন,কিছুদিন আগে নারী ফুটবলার মলঙ্গী বাগচী মারধরের ঘটনায় হাসপাতালে ভর্তি হয়।

পরবর্তীতে সে সুস্থ হয়ে বাড়িতে চলে যান। এর পর গতকাল সোমবার সে মাথায় ব্যাথা নিয়ে আবারো হাসপাতালে ভর্তি হয় সে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।কিন্ত মাথা ব্যাথা না কমায় তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সিটি স্কান করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিটি স্কান রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন,সংবাদ শুনে নারী ফুটবলার মলঙ্গী বাগচীর খোজখবর নিয়েছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এর সঙ্গে কথা বলে সরকারী তত্বাবধানে জরুরীভাবে তাকে খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান সহ দলীয় নেতৃবৃন্দ হাসপাতালে ভর্তি নারী ফুটবলারকে দেখতে যান এবং তার সার্বিক বিষয় খোজ খবর নেন।

উক্ত ঘটনায় ইতোপূর্বে উপজেলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের কৃতি ফুটবলার ও তেতুলতলা সুপার কুইন ক্লাবের খেলোয়ার সাদিয়া নাসরিন ও মঙ্গলী বাকচীর উপর নির্মম নির্যাতনের ঘটনায় প্রয়োজনীয় আইনী ব‍্যবস্থা গ্রহন এবং নারী ফুটবলারদের জন‍্য স্থায়ী একাডেমি ও মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এমপি সরেজমিন পরিদর্শন করেন।

উল্লেখ্য,গত ২৭ জুলাই বৃহস্পতিবার নারী ফুটবলারদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দুর্বিত্ত কর্তৃক হামলার শিকার হয় নারী ফুটবলার মঙ্গলী বাগচী সহ খেলোয়াররা। পরে এ ঘটনায় ৪জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় মামলা হয়। বর্তমান আসামীরা জেল হাজতে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana