সর্বশেষ:

দূর্নীতি মামলা

নড়াইলের সাবেক পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ জনের দূর্নীতি মামলায় সাজার রায় বহাল

দূর্নীতি মামলা
Facebook
Twitter
LinkedIn

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের সাবেক পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৬ জনের দূর্নীতি মামলায় সাজার রায় বহাল রেখেছে যশোরের আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) যশোরের বিশেষ জজ আদালত তাদের সাজার মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালে নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুর হাটের ইজারা নীতিমালা ভঙ্গ করে ১ লাখ ৯৬ হাজার ৬৬৫ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ আগস্ট পৌরসভার মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় দোষী সাব্যস্ত করে আদালত দন্ডবিধির ৪০৯, ১০৯ এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি প্রদান করেন। এ রায়ে প্রত্যেক আসামীকে ৩ বছর করে কারাদণ্ড এবং ৫(২) ধারায় ৪ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু, তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার অহম্মদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম এবং কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজা হওয়ায় নড়াইলের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়। একইভাবে, সাবেক পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে ৬ অক্টোবর বরখাস্ত করা হয়, যিনি পরবর্তীতে মামলায় অব্যাহতি পান।

যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে করা লিভ টু আপিলে আসামীদের নিম্ন আদালতে হাজিরার আদেশ দেয়া হয়েছিল। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। তবে তারা পরবর্তীতে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana