খুলনা অফিসঃ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬ টি আসনের মধ্যে ৩০ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি গ্রহন করেছেন বলে দাবি করছেন খুলনা মহানগর সম্মেলণ প্রস্তুত কমিটির সদস্য সচিব মোল্যা শওকত হোসেন বাবুল ।
দলীয় সুত্রে জানা যায়, আগামি সংসদ নির্বাচন উপলক্ষে রওশন এরশাদ পন্থি হিসেবে পরিচিত মোল্যা শওকত হোসেন বাবুল খুলনা বিভাগের ৩৬ টি আসনের মধ্যে ৩০ টি আসনে প্রার্থীর তালিকা দলের হাইকমান্ডের হাতে পৌছে দিয়েছেন।
দলীয় হাই-কমান্ডের কাছে প্রেরণনকৃত তালিকায় রয়েছেন, খুলনা-১ আ্যাড প্রশান্ত কুমার বিশ্বাস, খুলনা-২ ও ৬ মোল্যা শওকত হোসেন বাবুল, খুলনা-৩ আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা-৪ মোঃ মোক্তার হোসেন অথবা মোঃ রিয়াজ উদ্দিন হাওলাদার, খুলনা-৫ এড এস এম মাসুদুর রহমান।
সাতক্ষিরাঃ সাতক্ষীরা-১ এড আব্দুস সাত্তার মোড়ল, সাতক্ষীরা-২ এড মিজানুর রহমান, সাতক্ষীরা-৩ মোহাম্মদ তৌহিদুর রহমান, সাতক্ষীরা-৪ আব্দুর সাত্তার মোড়ল অথবা মোঃ হাসান মিয়া।
মেহেরপুরঃ মেহেরপুর-১ মোঃ মোসলেম আলী, মেহেরপুর-২ এস এম ফয়েজ।
মাগুরাঃ মাগুরা-১ এড রতন কুমার মিত্র জীবন, মাগুরা-২ শিকদার মোঃ আলমগীর কবীর।
নড়াইলঃ নড়াইল-১ মোঃ রবিউল ইসলাম মোল্যা মোহন, নড়াইল-২ সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুন।
যশোরঃ যশোর-১ হাসিবুল হাসান শিমুল, যশোর-২ মোঃ আব্দুর রহমান বাদল চাকলাদার অথবা এড এ.কে.এম. আকরাম হোসেন, যশোর-৩ এড. এ.কে.এম. আকরাম হোসেন অথবা এড. মাহাবুব আলম বাচ্চু, যশোর-৪ কর্নেল (অবঃ) সাব্বির আহম্মেদ অথবা আসাদুজ্জামান বিশ্বাস, যশোর-৫ এড. মাহাবুব আলম বাচ্চু অথবা এড. হাবিবুর রহমান, যশোর-৬ মোঃ রিপন হোসেন অথবা কর্নেল (অবঃ) সাব্বির আহম্মেদ।
ঝিনাইদহঃ ঝিনাইদহ-১ মোঃ আবু জাফর, ঝিনাইদহ-২ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ-৩ মোহাম্মদ নাসির উদ্দিন অথবা মোঃ শামীম আজাদ, ঝিনাইদহ-৪ মোঃ তৌহিদুজ্জামান বাচ্চু মন্ডল।
চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা-১ মোঃ লৎফর রহমান, চুয়াডাঙ্গা-২ এহছানুল হক রাজীব।
কুষ্টিয়াঃ কুষ্টিয়া-৩ মোঃ আনিসুর রহমান লিটু ও কুষ্টিয়া-৪ এড সাজ্জাদ হোসেন সেনা।