সর্বশেষ:

আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু

দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতা বেড়েছে…… এমপি বাবু

আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা: প্রতিনিধি।।
খুলনা – ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেছেন দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে ভৌগোলিক কারণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্ব দায়ী হলেও এর প্রভাবে বাংলাদেশে ঘূর্ণিঝড় বন্যা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে উল্লেখ করে এমপি বাবু বলেন দুর্যোগ ঝুঁকি হৃাসে সরকার নানা উদ্যোগ নিয়েছে।

বহুমুখী আশ্রয়ন কেন্দ্র ও দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ এবং দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল কাঠামো তৈরি করায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমে এসেছে বলে দাবি করেন এমপি বাবু। তিনি বলেন বিশ্বের অনেক দেশ এখন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে মডেল হিসেবে অনুসরণ করছে।

তিনি বলেন আমি ছাত্র রাজনীতি করাকালীন সময় থেকে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে রয়েছি। এমপি হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে ফনি বুলবুল ও করোনার মত মহামারী দুর্যোগে নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করেছি। তিনি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত র্্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে ” অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস সালাম কেরু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর ইমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ, রুমানা ইয়াসমিন মৌ, সুশীলন কর্মকর্তা তাপস কুমার দাশ ও আরিফুন্নেসা শিলা ।।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana