সর্বশেষ:

ঐতিহাসিক ৭ই মার্চ

দিঘলিয়া উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত

ঐতিহাসিক ৭ই মার্চ
Facebook
Twitter
LinkedIn

দিঘলিয়া থেকে ওয়াহিদ মুরাদ :

খুলনার দিঘলিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ বুধবার উপজেলা পরিষদের গেটে ঐতিহাসিক ৭ই মার্চ সম্বলিত তোরণ নির্মাণ করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক এই দিবসের কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করা হয় । এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, উপজেলা ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন এবং এপেক্স স্কুলের প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana