ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ :
গত ৯ ও ১০ আগস্ট দিঘলিয়া উপজেলার বিকাশ কোম্পানির ডিস্ট্রিবিউটর হাউজ আকিব ট্রেড খালিশপুর এর অধীনে নিয়োগপ্রাপ্ত বিকাশের ডি এস ও সজীব কুমার দাস ,পিতা-মৃত সুকুমার দাস, মাতা সুমিতা দাস, সাং-সেনহাটী, দিঘলিয়া, খুলনা, আইডি নং- ১৫১০৬৭৮০৪৬।
উপজেলার প্রায় ৫০ থেকে ৬০ জন বিকাশ এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। ভুক্তভোগীদের নিকট থেকে জানা যায়, সজিব কুমার দাস উপজেলার দিঘলিয়া সদর ইউনিয়ন ও সেনহাটি ইউনিয়নের বিকাশ এজেন্ট ব্যবসায়ীদের ডিএসও হিসাবে প্রায় তিন বছর চাকুরীরত আছে, চাকুরী থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা বিকাশ ডিস্ট্রিবিউটর হাউজ আকিব ট্রেড খালিশপুর এর এমডি মোঃ মিঠু,ম্যানেজার তানভীর হাসান ,সুপারভাইজার অপুকে একাধিকবার জানানো হয় ,তারা তাৎক্ষণিক সমাধান করলেও তাকে চাকুরীতে বহাল রাখে ।বিকাশের ডিএসও নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম-নীতি অনুসরণ করা দরকার তা যথার্থভাবে করা হয়নি বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।
সজীব দাস সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় এর পেছনে এসকে আহমেদের বাড়িতে ভাড়াটিয়া থাকতেন ,একজন অস্থায়ী লোককে কিভাবে ডিএসও নিয়োগ দেওয়া হয়েছে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে,এ বিষয়ে জানতে চেয়ে ম্যানেজার তানভীর হাসান এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন কুমার সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি, ভুক্তভোগী ব্যবসায়ীরা আমার নিকট এসেছিলো ,আমি তাদের আইনি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেছি, আমার নিকট তারা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।আমরা ইতিমধ্যে অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছি বলে তিনি জানান।