ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি--
'বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দিঘলিয়া থানা, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ট কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আরো অনেক সামাজিক সংগঠন।
এরপর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসি ল্যান্ড মোঃ জাকির হোসেন, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন।
আলোচনা শেষে রচনা, চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপশানালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।