সাব্বির আলিম: দর্শনা চুয়াডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা মডেল থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও তৎপরতায় নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র দ্রুততম সময়ে দর্শনা থেকে উদ্ধার করতে সক্ষম হয়ছে।
চুয়াডাঙ্গা’র দামুড়হুদা উপজেলার তাপসী রাবেয়া আঃ এতিমখানার আওতাধীন পরিচালিত বায়তুল নুর কমপ্লেক্স মাদ্রাসার ৩ ছাত্র মোঃ সিফাতুল্লাহ(১১), পিতা-মোঃ সোনাজুল ইসলাম, জয়রামপুর,মোঃ রহমতুল্লাহ(১২), পিতা-মৃত কিতাব আলী, কাদিপুর, জিহাদুল(১৭), পিতা-মৃত জমিন শেখ,উকুল, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট তারা কাউকে কিছু না বলে গত ০৮.১০.২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার পর থেকে মাদ্রাসা থেকে চলে যায়।উক্ত ছাত্রদের পরিবারের নিকট জিজ্ঞাসাবাদে জানা যায় যে, কেউ নিজের বাড়িতেও যায়নি। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক মোঃ আলীমুজ্জামান(১৯) দামুড়হুদা মডেল থানায় এসে দামুড়হুদা মডেল থানার সাধারণ ডায়েরি নং-৪৯৪, তারিখ-১০.১০.২০২৩ খ্রি: মূলে পুলিশের সহযোগিতা চান।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন মহোদয়ের দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ আলমগীর কবীরের তত্ত্বাবধানে এসআই(নি:) সমীর চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় থানা এলাকায় মাইকিং ও সোশাল মিডিয়ায় প্রচারণা সহ অভিযান পরিচালনা করে। দামুড়হুদা থানা পুলিশ আন্তরিক প্রচেষ্টায় দর্শনা থানাধীন দর্শনা বাসষ্ট্যান্ড এলাকা থেকে সুস্থ্য অবস্থায় নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেন।
পরবর্তীতে বুধবার দামুড়হুদা থানা পুলিশ নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারপূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক মাদ্রাসার শিক্ষক, তাদের পরিবার ও নিকট আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করে। এ সময় প্রত্যেক পরিবার ও আত্নীয় স্বজন আনন্দে আপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় এবং দামুড়হুদা থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত ফিরে পেয়ে নিখোঁজ ৩ ছাত্রের পরিবার পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।