বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :
বটিয়াঘাটার পল্লী থেকে আমিনুর শেখ (৪৫) নামে এক ব্যাক্তি নিখোজ হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বটিয়াঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করেন। সুত্রে প্রকাশ, উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা (চরডাংগা) এলাকার আব্দুল মালেক শেখের পুত্র আমিনুর শেখ গত শুক্রবার রাতে ভদ্রা নদীর পাশে ওয়াপদা সংলগ্ন তার নিজ ঘেরের জমিতে যায়।
সেখান থেকে সে বাড়ি না ফেরায় তার পরিবার বিভিন্ন যায়গায় খোজাখুজি করে। দু’দিন ধরে তার বিভিন্ন আত্মীয় সজনের বাড়িতে খোজাখুজি করে না পেয়ে বটিয়াঘাটা থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে রবিবার (১৭ এপ্রিল) একটি সাধারন ডায়রী করে। এ ঘটনায় সোমবার (১৮ এপ্রিল) থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ভিকটিমের পিতা আব্দুল মালেক বলেন, ঘটনার দিন রাতে স্থানীয় মাদকচক্র ও চোর সিন্ডিকেটের সদস্য রা আমার ঘেরের ভিতর থেকে সজিনা চুরি করতে আসে।
সেটা আমার পুত্র দেখতে পেয়ে তাদের ধাওয়া করে। আমার ধারনা ওরা ওই ঘটনার জের ধরে আমার ছেলেকে অপহরন করে হত্যা করেছে। এলাকাবাসি ঘটনাস্থল থেকে রক্ত ও কাদা মাখা একটি ঘিয়ে রঙের শার্ট, মাফলার, চুরি করা সজিনার বস্তা ও একটি ধারালো কাচি উদ্ধার করে। স্থানীয় জনতা ওই শার্টের মালিক কিশোর গ্যাংয়ের সদস্য মাদক সেবী ফরিদুল ইসলাম (২০) নামে এক কিশোরকে আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা বলেন, ঘটনাস্থলে সন্ধার পরে মাদকসেবিদের আড্ডার অভয়ারণ্যে পরিনত হয়। এই অপহরনের সাথে স্থানীয় কিশোর গ্যাং ও মাদক সেবিদের হাত রয়েছে বলে তিনি মনে করেন। বটিয়াঘাটা থানায় অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন,ঘটনার তদন্ত চলছে।