শাহরিয়ার কবির, তালাঃ উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ১৪ অক্টোবর সকাল ১১টায় ১২৪ নং শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৃত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আরাফাত হোসেন তাঁর মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় তালা থানার ইনস্পেক্টর(তদন্ত) এম. এম সেলিম ও পুলিশ উপ-পরিদর্শক সুভাষ এর নেতৃত্বে একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার শেষে জানাজা নামাজে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, ইউপি সদস্য মোড়ল শামসুল হক, প্রভাষক এস. আর আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ জাহিদুর রহমান লিটু, ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাগণ সহ শত শত উপস্থিত জনতা অংশগ্রহণ করেন। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল গত শুক্রবার ১৩ অক্টোবর রাত্র ১টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। পরে শালিখা গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।