ডেস্ক রিপোর্ট ->>
ইসরাইলের কাছে তথ্য পাচার করার অভিযোগে সাত জনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাজার আদালত। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। খবরে জানানো হয়, ১৯৭৯ সালের ‘প্যালেস্টিনিয়ান রেভ্যুলুশনারি পেনাল কোড’-এর ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী দোষীদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সাজাপ্রাপ্তরা সকলেই ইসরাইলের পক্ষে সক্রিয় ছিলেন। তারা বিভিন্ন সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের তথ্য ইসরাইলে পাচার করেছেন।
এছাড়া গুরুত্বপূর্ণ মিশনের খবর আগেভাগেই ইসরাইলকে দিয়ে দিতেন তারা। যোদ্ধারা কোথায় থাকেন এবং তাদের পরিচয়ও ইসরাইলের হাতে তুলে দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।