ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার সার্বিক পরিস্থিতিতে মানুষের কল্যাণে ও সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আইন শৃঙ্খলা সহ সকল কাজে সহায়তা করার লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আল - আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংবাদিক জিএম আব্দুস সালাম, কাজী আব্দুল্লাহ, এম রুহুল আমিন, এম এ এরশাদ, আনোয়ার হোসেন আকুঞ্জি,এম জাহাঙ্গীর আলম, মাহাবুবুর রহমান, শেখ এনামুল বাসার টিটোও আব্দুল লতিফ মোড়ল।
এ সময় সবাই ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ এম এ হক, ডুমুরিয়া সেনা ক্যাম্পের সিনিয়ার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। সভায় গত ৫ আগস্ট ও তৎ পরবর্তী সময়ে সন্ত্রাসীদের তাণ্ডবে যে সকল সাংবাদিকদের মোটরসাইকেল ও বাড়িঘর লুটপাট করা হয়েছে তার ক্ষতিপূরণ সহ সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।