জি,এম,আব্দুস ছালাম,ডুমুরিয়া :
হাজারো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় শিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ও ডুমুরিয়া চার আনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খান নজরুল ইসলাম (৬৮)।
শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি -- ওয়াইন্না ইলাহি রাজিইন)।
শনিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে আরাজি ডুমুরিয়া পারিবারিক কবর স্হানে পিতা মাতার পাশে তাকে দাফন করা হয়। তিনি ডুমুরিয়া সদরের মরহুম আলহাজ্ব খান মোহাম্মাদ আলীর বড় ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ তিনি মস্তিষ্ককে রক্ত ক্ষরনে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসাার জন্য ঢাকার একটি সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্হায় শনিবার সকাল ৭ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র এক কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুর সংবাদ শুনে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ঢাকায় হাসপাতালে ছুটে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। বিকেলে বাদ আসর আরাজি ডুমুরিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।
মরহুমের যানাজায় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ,সহসভাপতি বিএম আবদুস ছালাম,মোস্তফা কামাল খোকন,শেখ কামরুজ্জামান জামাল,সরদার আবু সালেহ,ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা আলহাজ শেখ আকরামহোসেন,ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম,খুলনা মহানগর সদর থানা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি সহ সাধারন মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।