ডুমুরিয়া প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৫শতাধিক কৃষক -কৃষাণির মাঝে বিনা মূল্যে সার সরিষা বীজ বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর সভাপতিত্ব শুক্রবার বিকেল ৪টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশষ অতিথি উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ উপস্থিত ছিলেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা, কৃষি সম্প্রসারণকর্মকর্তা ওয়ালিদ হোসেন সহ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাও কৃষক কৃষাণিরা উপস্থিত ছিলেন ।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের কৃষকগন ফসল উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে ব্যাপক সহযোগীতা করছেন।
বর্তমান সরকার তাই কৃষিকে গুরুত্বপূর্ণ একটি সেক্টর হিসেবে কৃষকদের সার, কীটনাশক বিনামূল্যে সরবরাহ করছেন।
সভা শেষে তিনি কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। এরপর তিনি মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।