ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলায় পাট চাষিদের উচচ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
ডুমুরিয়া উপজেলায় পাট চাষিদের উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা সভপতিত্ব করেন বিজেএ চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দ।
বিজনেস প্রমোশন কাউন্সিল(বিসিপি), বানিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে গতকাল রবিবার উপজেলা সদরে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সকাল ১০ টায় প্রশিক্ষন কর্মশালায়
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইনসান ইবনে আমীন, পাট অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম খান,বিবিসির সহকারি পরিচালক লিটন চন্দ্র রায়, খুলনার সহকারি সচিব দেবাশীষ ভট্টাচার্য, বিজে এ ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার বিনয় মন্ডল, ও মোঃ নজরুল ইসলাম , খুলনা অঞ্চলের পাট উন্নয়ন কর্মকর্তা, বাসুদেব হালদার,
যশোরজেলার মনিরামপুর উপজেলার পাট গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় উপজেলার ১৪ ইউনিয়ন থেকে ৫০ জন পাট চাষী এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন বলে আয়োজক প্রতিষ্টানদ্বয় জানান। উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২হাজার২শ বিঘা জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়ে।ইতোমধ্যে চাষীদের প্রশিক্ষনসহ বিনা মূল্যে সার এবংবীজ বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।