ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুরের শুভ আগমন উপলক্ষে আটলিয়ার বরাতিয়া গ্রামের নন্দি বাড়িতে এক সনাতনী মহাভাগবদ ও মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে শুরু হয়ে রাত পর্যান্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্হান থেকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে আগত ভক্তদের এক মহামিলনে পরিণত হয়। এ মহামিলনের সন্ধিক্ষণে দাড়িয়ে দিক নির্দেশনামূলক অমিয় বাণী বর্ষণ করেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর।
এ সময় শ্রীমতি কাজল রাণী ও শ্রীমান দেবব্রত মল্লিকের সুরে অমিয় বাণীগুলো ভক্তদের আরো আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ রণজিৎ কুমার নন্দি। পরে প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর নন্দি বাড়িতে মা মহামায়ের মন্দিরের শুভ উদ্বোধন করেন।