বার্তা প্রেরক: এসএম মনিরুল হাসান বাপ্পী
ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক হালদার শাহাদাত হোসেনকে গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ওয়ারেন্টবিহীন ও বিনাউস্কানীতে গ্রেফতার করে ডুমুরিয়া থানা পুলিশ। পরে তাকে পূর্বের গায়েবী কাল্পনিক অভিযোগের রাজনৈতিক প্রতিহিংসার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, হামলা-মামলা আর গ্রেফতার করে বিনাভোটের অবৈধ সরকারের শেষ রক্ষা করা যাবে না। অবিলম্বেই দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে ইনশাআল্লাহ্। গত সপ্তাহে ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ইউপি সদস্য আব্দুস সালাম মহলদারকে বিনাউস্কানীতে ও গ্রেফতারী পরোয়ানা ছাড়াই গ্রেফতার করেছিল আওয়ামী আজ্ঞাবহ পুলিশ।
নির্বাচনকে সামনে রেখে আওয়ামী আদেশ-নির্দেশ বাস্তবায়নে ব্যস্ত না হয়ে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক প্রমুখ।।