ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :
খোলা তারে বিদ্যুৎ লাইন দিয়ে রিয়াদ খান (১৫) নামের এক কিশোর শ্রমিক নিয়ে ফসলের ক্ষেতের পরিচর্যা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে । তিনি সদর ১১ নং ইউনিয়নের গোলনা গ্রামের আনোয়ারুল ইসলাম খানের ছেলে। বুধবার বিকাল ৪টারদিকে উপজেলা সদরে ডুমুরিয়া কলেজের সামনে একটি আমন ধানের ক্ষেতে এ ঘটনা ঘটে ।
পুলিশ সুত্র জানান, গোলনা গ্রামের বর্গাচাষী আবুবক্কর মোল্লা ডুমুরিয়া কলেজের সামনে আরাজি ডুমুরিয়া গ্রামের মরহুম খান মোহাম্মদ আলীর প্রায় এক বিঘা জমিতে চলতি আমন মৌসুমে ধান চাষ করেন। ক্ষেতের ফসল ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য পাশ থেকে চোরাই ভাবে খোলা তারে ইঁদুর মারার জন্য ফাঁক পেতে বিদ্যুৎ সংযোগ দেয়।
এরপর গতকাল বুধবার দুপুরে একই গ্রামের কিশোর রিয়াদকে শ্রমিক নিয়ে ক্ষেতের মধ্যে শেওলা পরিস্কার করতে থাকে। আকষ্মিক ভাবে কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় এটি অপমৃত্যু মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক কেরামত আলী জানান।