সর্বশেষ:

ঠাকুরগাও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে

ঠাকুরগাও বিদ্যালয় মাঠে গরুহাটির কারনে বিক্ষুন্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা

ঠাকুরগাও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে
Facebook
Twitter
LinkedIn
সূত্র: তৎময় রায়,ক্ষুদ্র চিন্তাবিদ
ঠাকুরগাও সদর উপজেলার বড় খোচাবাড়ি হাটে দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গরুহাটির কারনে বিক্ষুন্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা।পুরো মাঠ গরু , ক্রেতা বিক্রেতা ও দালাল দিয়ে ভরপুর।কেবল তা নয় ক্লাসরুম ঘেষে খুব কাছাকাছি চলছে গরু বেচাকেনা।
যার ফলে আমার ধারনা শিক্ষার্থীরা শিক্ষকের কথা ঠিকমতো শুনতে পারবে না । তাছারা গরুহাটির চিল্লানি তে শিক্ষার্থীরা পড়ায় মনযোগ দিতে পারছে না ।এমনকি গরুহাটির লোকজন ব্যবহার করছে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কৃত ওয়াশরুম ।
গরুহাটি ক্লাসরুমের খুব কাছে হওয়ায় স্কুলের ছাত্রী দের সাথে অসঙ্গত ব্যবহার ও নোংরা প্রস্তাব দিছে খুব সহজেই বখাটেরা।শুধু তাই নয় স্কুল বিরতির বা ছুটির সময় শিক্ষার্থীরা সাইকেল নিয়ে বের হতে কঠিন হয়রানির শিকার হচ্ছে ।
তাছারা মাঠের অপর প্রান্তে ইউনিয়ন পরিষদ ।এলাকাবাসী কোনো কাজে পরিষদে যেতে চাইলে তাকে গরুহাটির যানজট মোকাবিলা করে পার হতে হবে।
শেষকথা”খোচাবাড়ি হাটে গরুহাটির স্থান পরিবর্তন চাই অথবা প্রতিষ্ঠান বন্ধের দিন গরুহাটি চাই।তা নাহলে এই বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস হবে বলে আমি মনে করি।
Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana