ডেস্ক রিপোর্ট :
এশিয়া কাপের ফাইনালে টিকে থাকার মিশনে শ্রীলঙ্কার বিপক্ষে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশের পেসাররা। শরিফুল ইসলাম, হাসান মাহমুদ আর তাসকিন আহমেদের গতি আর সুইংয়ে দিশেহারা স্বাগতিকরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার ( ৯ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৭১ রান। দলে তিন স্পিনার থাকলেও সবগুলো উইকেট নিয়েছেন টাইগার পেসাররা।
সুপার ফোরের প্রথম ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে তাই লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
এমন সমীকরণে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান । এদিন আফিফ হোসেনের বদলি হিসেবে একাদশে আনা হয়েছে নাসুম আহমেদকে।