সর্বশেষ:

ঝিনাইদাহে বিজিবি'র অভিযানে১৫ কেজি রুপার গহনা উদ্ধার

ঝিনাইদাহে বিজিবি’র অভিযানে১৫ কেজি রুপার গহনা উদ্ধার

ঝিনাইদাহে বিজিবি'র অভিযানে১৫ কেজি রুপার গহনা উদ্ধার
Facebook
Twitter
LinkedIn

সাইফুল ইসলাম,ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি ওজনের রুপার গহনা উদ্ধার করেছে। উদ্ভারকৃত গহনার মুল্য ১৬ লাখ ৮৮ হাজার বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে যাদবপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৯/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের মধ্যে পারগোপালপুর গ্রামের ধান ক্ষেতের মধ্যে ওৎ পেতে ছিল।

চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে অন্ধকার পরিবেশে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করার জন্য উঠে দাঁড়ালে তারা নাইলনের একটি ব্যাগ ধানক্ষেতের মধ্যে ফেলে আবার ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিজিবি ব্যাগটি তল্লাশী করে ১৫.৭৫৮ কেজি রৌপ্যের গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রৌপ্যের গহনার বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামী করে শনিবার মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত রৌপ্যের গহনা ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana