সর্বশেষ:

ঝিনাইদহে

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহে
Facebook
Twitter
LinkedIn

সাইফুল ইসলাম, ঝিনাইদহঃ

ঝিনাইদহ জেলার মহেশপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মুনছুর আলী মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামের নেপাল মন্ডলের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর গরু ক্রয়ের জন্য মুনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম একটি এনজিও থেকে ঋণের টাকা উত্তোলন করেন। সেই টাকা তার স্বামী চাইলে স্ত্রী দিতে অস্বীকার করে। সে সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মুনছুর আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পর দিন নিহতের ছেলে সোহাগ আলী মহেশপুর থানায় বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বাদী সোহাগ আলী জানান, আসামি ধরে দ্রুত এ রায়ের বাস্তবায় চাই আমরা। সে এখনও পলাতক রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana