প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে বস্ত্র ব্যবসায়ী সমিতির মতবিনিময়
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত চিংড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর সদরে পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
শেষ অতিথি ছিলেন, উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাজ্জাত আলী সরদার, রেজাউল ইসলাম, মনোহর চন্দ্র সানা, সুনীল মন্ডল, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু রাম মন্ডল, কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি দেবব্রত দাশ দেবু, উত্তম সাধু , কার্তিক চন্দ্র দেবনাথ, ইলিয়াস হোসেন, সাঈদুর রহমান পল্টু, ফজলুর রহমান।
আলহাজ্ব মুরশাফুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , জামিলুর রহমান রানা, বি এম কোরবান আলী, সায়েদ আলী কালাই, সঞ্জীব রায়, উদয় সাধু, এনামুল হক, শুকুর আলী, ফজলুর রহমান ও শেখ শহিদ হোসেন বাবুল। সভায় বক্তারা এলাকার আর্থসামাজিক উন্নয়নে লবণ পানির চিংড়ী চাষের বিকল্প নেই উল্লেখ করে লবণ পানির চিংড়ী চাষ অব্যাহত রাখতে যেকোন ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার মাধ্যমে সবাই কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পাশাপাশি চিংড়ী চাষের অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কৃষি ও মৎস্য বান্ধব সরকারের প্রতি জোর দাবি জানান চিংড়ী ও মৎস্য চাষি সহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.