ডেস্ক রিপোর্ট :
১০০ রানের আগেই টপ-অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এতে বেশ চাপেই আছে টাইগাররা। তবে ঠিক ততটাই উজ্জ্বল শ্রীলঙ্কানদের চেহারা! চার উইকেট হারিয়ে ম্যাচের প্রেক্ষাপট থেকে বেশ দূরেই আছে লাল-সবুজেরা। অধিনায়ক সাকিবের পর ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন।
ব্যক্তিগত ১৫ রানে সাজঘরের পথ ধরেছেন এই ব্যাটার। ২০ ওভার শেষে ৪ উইকেটে ৮৪ রান বাংলাদেশের। লেংথ বলের উপর স্ল্যাশ করতে চেয়েছিলেন টাইগার কাপ্তান সাকিব। কিন্তু মুহূর্তেই তাতে আবেদন করেন লঙ্কান ক্রিকেটাররা। তবে আম্পায়ার নড়াচড়া না করায় অবিলম্বে রিভিউ নেয় শ্রীলঙ্কা। রিভিউতে স্পষ্ট একটা শব্দ পাওয়া গেল। এবার আল্ট্রাইজে স্পাইক দেখে সিদ্ধান্ত পালটালেন আম্পায়ার। আর লঙ্কানদের জন্য আরও একটি হুউউগে ব্রেকথ্রু এনে দিলেন পাথিরানা! ১৬ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের রান ৭৩।