সর্বশেষ:

বিক্রম ও রোভার

চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ও রোভার জেগে ওঠার আশা ক্রমশ কমে যাচ্ছে

বিক্রম ও রোভার
Facebook
Twitter
LinkedIn

ডেস্ক রিপোর্ট :
দক্ষিণ মেরুতে ‘ঘুমিয়ে পড়া’ ভারতীয় চন্দ্রযানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাচ্ছে না দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের ‘জেগে ওঠার’ আশা ক্রমশ কমে যাচ্ছে। কারণ, গত ৩০ সেপ্টেম্বর থেকে চাঁদে সূর্যাস্ত শুরু হয়েছে। আবারও প্রবল ঠান্ডা পড়বে। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। গত ২২ সেপ্টেম্বর বিক্রম ও রোভারকে ‘জাগিয়ে’ তোলার চেষ্টা করেছিল ইসরো। তবে কোনো সাড়া পায়নি ইসরো। তারপরও চন্দ্রপৃষ্ঠে ‘ঘুমিয়ে’ থাকা ল্যান্ডার ও রোভারের সঙ্গে সংযোগের চেষ্টা চালানো হতে থাকে। তবে আশার বার্তা আসেনি।

ইসরো বলছে, চন্দ্রযানের ‘ঘুম’ না ভাঙলে হতাশ হওয়ার কিছু নেই। গত সপ্তাহে ইসরোর প্রধান এস সোমনাথ বলেন, ‘রোভার যদি ঘুম থেকে না ওঠে তাহলেও সমস্যা নেই। কারণ, যা যা কাজ করবে বলে পরিকল্পনা করা হয়েছিল, (তা ঘুমিয়ে পড়ার আগেই) করে ফেলেছে রোভার। ‘গত ৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মুডে’ যায় ল্যান্ডার বিক্রম। বিক্রমের আগে ঘুম পাড়ানো হয়েছিল রোভার প্রজ্ঞানকেও। চাঁদে রাত ফুরিয়ে দিনের আলো ফুটলে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞান ও বিক্রমকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতে পারে ইসরোর বিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana