চট্টগ্রামের রাউজানে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে গৃহবধুকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার নেপথ্যে স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডের পর ৯ দিন ধরে আত্মগোপনে থাকা ঘাতক স্বামীকে র্যাব কুমিল্লা থেকে গ্রেফতার করেছে।
তদন্তকারী প্রাধিকৃত সূত্র জানিয়েছে, স্বামী তালাক এবং দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। তিনি স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে প্রাণ নেয়া হত্যাকান্ড সংঘটনের কারণ হিসেবে তালাক এবং দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে যাওয়া উল্লেখ করেছেন।
ঘটনার পরে স্থানীয় জনগণ ও প্রতিবেশীরা তাদের পরিবারের মধ্যে পূর্বে থেকেই অসহমতি রয়েছে বলে জানিয়েছেন। অভিযোগ রয়েছে, স্বামী প্রায়ই স্ত্রীকে মারধর করত। স্থানীয় পুলিশ স্টেশনে এ বিষয়ে কয়েকবার অভিযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
র্যাব প্রতিনিধি জানিয়েছেন, ঘাতক স্বামী বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঘটনার প্রতি সমাজের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ হচ্ছে। স্থানীয় জনগণ ঘাতকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছেন।
এ ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসন ও পুলিশ অধিক্ষক জানিয়েছেন, ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং ঘাতককে আইনের কঠোর হাতে নেওয়া হবে।