খুলনা অফিস :
ডুমুরিয়ায় জন্মাষ্টমীর দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারীদের হামলায় মন্দির কমিটির সাবেক সভাপতি আহত হয়। আহত তুষার কবিরাজ ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুটুদিয়া মঠ আশ্রমে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহত'র পরিবার সূত্রে জানা যায়,উপজেলার গুটুদিয়া মঠ আশ্রমে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে তুচ্ছ ঘটনার প্রতিবাদে পরদিন শুক্রবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে মন্দির কমিটি। কমিটির সভাপতি পিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডলের বক্তব্যের শেষে অতর্কিত ভাবে মন্দিরের সাবেক সভাপতি তুষার কবিরাজ (৫৩) কে হামলা করে আহত করে কতিপয় দুস্কৃতিকারী।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। আহত তুষার কবিরাজ জানান,মঠ আশ্রমে কমিটি নিয়ে নানা কারণে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের স্থানীয় সন্ত্রাসী তিমির রায়,অসিত মন্ডল,গোবিন্দ সরকার,শেখর মন্ডল দেবাশীষ মন্ডল ঘটনার দিন তুষারের উপর তারা অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।