গাইবান্ধায় দোকান বন্ধ রেখে ব্যবসায়িদের মানববন্ধন
দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা-পাল্টা হামলা চলছে গত দু’দিন ধরেই। সামান্য কথা কাটাকাটি নিয়ে এই সংঘর্ষে গত দু’দিনে আহত হয়েছে কমপক্ষে ৬-৭ জন।
সংঘর্ষ দু’পক্ষের হলেও এর জের চলে আসে সাধারণ ব্যবসায়িদের উপর,এক পক্ষ আরেক পক্ষকে সামনে না পেয়ে আহত করেছেন ব্যবসায়িদের। তাইতো আতংকে রয়েছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারের দেড় শতাধিক ব্যবসায়ি। আজ সোমবার দুপুরে দোকানপাট বন্ধ রেখে বাজারেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দায়িদের শাস্তি দাবী করেছেন আমলাগাছী বাজারের দেড় শতাধিক ব্যবসায়িসহ ওই এলাকার প্রায় ৫শত মানুষ।
ভক্সপপ ব্যবসায়ি ৪ জন
ব্যবসায়িরা জানান,শনিবার আমলাগাছী এলাকার রমজান আলীর সাথে পার্শ্ববর্তী সাবদিন গ্রামের রশিদুলের কথা কাটাকাটি হয়,পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার পর ব্যবসায়িদের কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।