আণরাফুজ্জামান সরকার, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানে ফেনসিডিল পাচার কালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২০ জানুয়ারি ) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী থানার শাহআলীর ছেলে বিপ্লব হোসেন (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিদ্দিকুর রহমানেরর ছেলে ফারুক মিয়া (৩৬)।
তাদের হেফাজতে থাকা ৮৬ বোতল ফেন্সিডিলসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে শনিবার (২০ জানুয়ারি ) রাত পৌনে ৮ টার দিকে পৌরশহরের খলসী নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব ৷ এসময় ঢাকাগামি একটি কাভার্ড ভ্যান থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। সেই সাথে কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
তারা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদ্বয়কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।