কয়রা প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছ) আসনে আ.লীগের যে কয়েকজন দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে তৃণমূলের জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম। তিনি এ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়রা-পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসম্মুখে গণসংযোগ করে চলেছেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচার প্রচারণা চালাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজের আদর্শ, মেধা ও দূরদর্শীতা দিয়ে খুলনা-৬ আসনের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চান এই প্রার্থী।
তৃণমূলের নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা যায়, মুক্তিযোদ্ধা পরিবার থেকে উঠে আসা ইঞ্জি. জিএম মাহবুবুল আলম এ অঞ্চলের মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় ব্যক্তি। দলীয় কর্মকান্ডের পাশাপাশি গরিব, দুস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোতে এলাকাজুড়ে তিনি বেশ প্রশংসনীয় ।তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নসহ এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থেকে আসছেন। তিনি ইতোমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
কয়রার বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ইঞ্জি.মাহবুব একজন ক্লিন ইমেজের ব্যক্তি। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসন থেকে আওয়ামী লীগের জয়লাভ অনেকটা সহজ হবে।
আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সবুর ঢালী বলেন, বর্তমান সংসদ সদস্য কোন নেতা কর্মীদের সাথে চলেন না। যিনি আমাদের সাথে চলবেন আমরা তাকে চাই। তবে এ পর্যন্ত কয়রা থেকে কখনও কোন প্রার্থী দেয়া হয়নি। এবার কয়রা থেকে দলীয় মনোনয়ন আশা করছি। ইঞ্জি. মাহবু্ব উদীয়মান নেতা। তিনি সজ্জন ব্যক্তি। তার কোন দুর্ণাম নেই। তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি কয়রা-পাইকগাছার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
ইঞ্জি. জিএম মাহবুবুল আলম বলেন, আমি সেবক হিসেবে সর্বদা জনগণের পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সারাদেশের উন্নয়নের চিত্র সম্পর্কিত লিফলেট প্রত্যন্ত এলাকার মানুষের দৌঁড়গড়ায় পৌছে দেওয়ার পাশাপাশি গণসংযোগ করে যাচ্ছি। এবার আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে তিনি আশাবাদী।