পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -০৬ (পাইকগাছা -কয়রা) আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় পাইকগাছায় মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলকারী ১০ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান, বিএনএম মনোনীত ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম,
স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির সাবেক উপজেলা ও কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, যুবলীগ নেতা অহেদুজ্জামান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান ও মির্জা গোলাম আজম।