খবর বিজ্ঞপ্তি,খুলনা :
দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে খুলনার বিভিন্ন জায়গায় সড়ক-রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও মহাসমাবেশে হামলার প্রতিবাদে তিন দিনের অবরোধ চলছে। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১ নভেম্বর বুধবার সকালে নগরীর খালিশপুর এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে এ রেলপথ অবরোধ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর নেতৃত্বে খালিশপুর থানা আমীর আবু মাহির, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সেক্রেটারি ছাত্রনেতা আমিরুল ইসলাম, দৌলতপুর থানা জামায়াত নেতা আতাউল্লাহ মোহাম্মদ, এ ইসলাম, ছাত্রশিবির নেতা সাইদুর রহমান, এম মারুফ, কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতা আজিজুল ইসলাম ফারাজী বলেন, বর্তমান ক্ষমতাসীন অবৈধ ও ফ্যাসিস্ট সরকার জনগণের সকল অধিকারকে হরণ করেছে। তাদের অপশাসন ও অত্যাচারে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। এমতাবস্থায় অবৈধ ও ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সকল নেতৃবৃন্দ ও আলেম-উলামার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকে তিন দিনের সর্বাত্মক সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি চলছে। এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ছাড়া তারা ঘরে ফিরে যাবে না।