মোঃপারভেজ খাঁন ইমন লবনচরা(খুলনা) প্রতিনিধি
খুলনা নগরীতে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে হুজাইফা খান (১৭) নামের এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে। সোমবার রাত ৮টার দিকে দৌলতপুর থানাধীন দিঘির পশ্চিম পাড় খোকন কমিশনারের মাঠ এলাকায় খবর কি এই ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাত দশটার দিকে ঢাকায় প্রেরণ করা হয়।
ভারতের পরিবার জানায়, দৌলতপুর থানাধীন মুন্সিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে হুজাইফা খানকে রাত সাড়ে সাতটার দিকে দিঘির পশ্চিম পাড় খোকন কমিশনারের মাঠে ১২/১৩কিশোর গ্যাংয়ের ধারালো চাকু দিয়ে পেটের বাম সাইডে ও বুকের ডান সাইডে বাম সাইডে চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়।
হুজাইফা খান (১৭) ফুলবাড়ি গেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। এ সংক্রান্ত দৌলতপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।