খুলনা অফিস :
একদফা দাবী আদায়ে খুলনা বিভাগীয় রোড মার্চ সফলের লক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা জেলা আইনজীবী মিলনায়তনে খুলনায় বিএনপির বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত,
ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।