বিডি প্রতিবেদক
খুলনা মহানগরীর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী শহিদুল ইসলাম সোহাগকে(৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিক্রয় এর উদ্দেশ্যে রাখা বিদেশি রিভলবার, পিস্তল ,দুটি শাটার গান, ৪টি ম্যাগজিন ৩৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। সে সীমান্ত এলাকা থেকে সিন্ডিকেটের সহায়তায় আগ্নেয়াস্ত্র এনে নগরীতে বিক্রি করে আসছিল। আজ দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় প্রেস ব্রিফিংএ এই তথ্য জানান কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি জানান, খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার শেখপাড়ার ডাল মিল এলাকায় এলপিজি গ্যাস ব্যবসা নামে পরিচিত শহিদুল ইসলাম। সে এই গ্যাস ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শহিদুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার নিজ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযানের মধ্য দিয়ে পুলিশ এই অস্ত্র উদ্ধার করে।
এই অস্ত্র ব্যবসীর বিরুদ্ধে কোন মামলা পাওয়া যায়নি, সে প্রথমবারের মতন গ্রেপ্তার হয়েছে। তবে সে এই অস্ত্র সীমান্ত এলাকা থেকে এনে নগরীতে বিক্রি করছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।
এই ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই ব্যবসায়ীর সঙ্গে কারা জড়িত এবং এর অস্ত্র কাদের কাছে বিক্রি করেছেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে চায় পুলিশ।