সর্বশেষ:

খুলনায় এক ডেঙ্গু নারী রোগীর মৃত্যু

খুলনায় এক ডেঙ্গু নারী রোগীর মৃত্যু

খুলনায় এক ডেঙ্গু নারী রোগীর মৃত্যু
Facebook
Twitter
LinkedIn

খুলনা অফিস :
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবিদা সুলতানা (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় রেকর্ড ১৬৩ জন ডেঙ্গুতে শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা সিভিল সার্জন কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। ডেঙ্গুতে মারা যাওয়া আবিদা সুলতানা খুলনা সদরের বাসিন্দা। তিনি বুধবার দুপুর সোয়া ১টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একই দিন বিকেল ৪টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১২৫ জন রোগী। চলতি বছর মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৪৩৫ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাঃ সুহাষ রঞ্জন হালদার জানান, চলতি বছর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে হাসপাতালে ১২৫ জন ভর্তি রয়েছেন। যা ডেঙ্গু রোগীর একদিনের হিসাবে সর্বোচ্চ এবং চলতি বছরের মধ্যে সর্বোচ্চ রোগী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana