সর্বশেষ:

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী

খুবিতে শোভাযাত্রার মাধ্যমে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী
Facebook
Twitter
LinkedIn

খুবি প্রতিনিধি :
৬ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। শ্রীকৃষ্ণের আর্বিভাবের উদ্দেশ্য ভারতবষর্ই শুধু নয় মর্ত্য থেকে অশুভ শক্তির বিনাশ এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা।

পৃথিবীতে যেখানেই অন্যায় হয়েছে সেখানেই ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ অবতার পাঠিয়েছে। তিনি বলেন পৃথিবীতে যতো ধর্ম এসেছে প্রতিটি ধর্মেই একই অন্তর্নিহিত কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন প্রত্যেকটি ধর্মেরই যে মূল লক্ষ্য সেটি হচ্ছে মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠা। তিনি আরও বলেন ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশ দিয়ে ক্যাফেটেরিয়া ও অদম্য বাংলা হয়ে হাদী চত্বর ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মন্দিরে বিকাল ৪.৩০ মিনিটে পূজা আরম্ভ, বিকাল ৫.৩০ মিনিটে ভজন ও সংকীর্তন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana