প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১১:১২ অপরাহ্ন
কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শন
আজ ২৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ সকাল ১০:৩০ ঘটিকায় কেএমপি'র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় বয়রাস্থ পুলিশ লাইন্স রিজার্ভ অফিস পরিদর্শন করেন।
কেএমপি'র কেন্দ্রীয় রিজার্ভ অফিস পরিদর্শনকালে কমিশনার মহোদয় বিভিন্ন রেজিস্টার পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মুহাম্মদ মহিদুর রহমান; সহকারি পুলিশ কমিশনার (আরও) জনাব মোঃ আজম খান; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (আরসিডি) জনাব রতন কৃষ্ণ রায় চৌধুরী; সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব খোন্দকার সাদ্দাদুল বাকী-সহ আরআই, আরও-১ এবং কেন্দ্রীয় রিজার্ভে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
KMP HQ MEDIA CELL [27 SEPTEMBER 2023]
Copyright © 2024 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.