জাফরুল হাসান সাউদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। টানা ১০ বছর ধরে ফেসবুকে প্রেম করেন ভারতের কাশ্মীরের তরুণী হুমায়ারার সঙ্গে। তবে এরই মাঝে জাফরুল হাসান ফ্রান্সে চলে যান। কিন্তু তাদের মধ্যে প্রেম-ভালোবাসা থেকেই যায়। এবার জাফরুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে প্রেমের মর্যাদা রক্ষা করলেন কাশ্মীরি চিকিৎসক কন্যা হুমায়ারা।
গত শনিবার ভারতের কাশ্মীরের শ্রীনগরের একটি কমিউনিটি সেন্টারে তারা বিয়ের কাজ সম্পন্ন করেন। জাফরুল ফরিদগঞ্জ পৌর এলাকার হাছমত উল্লাহ সাউদের দ্বিতীয় ছেলে। তিনি বর্তমানে ফ্রান্স প্রবাসী।
বিষয়টি নিশ্চিত করে জাফরুল হাসানের বড় ভাই কামরুল হাসান সাউদ বলেন, আমার ব্যস্ততার কারণে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। বিয়ের আগেই আমি কাশ্মীরে গিয়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার সম্পন্ন করে দেশে এসেছি।
নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই মধ্যে জাফরুল গত ৫ বছর আগে ফ্রান্সে চলে যান। সেখানে থাকলেও তাদের সর্ম্পকে কোনো অবনতি হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমআই