সাইফুল ইসলাম,ঝিনাইদহ :
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার ১ সুন্দরপুর-দূর্গাপুর ও ত্রিলোচনপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব।
সোমবার দুপুর পর থেকে বিকাল পর্যন্ত কালীগঞ্জ উপজেলার ১ সুন্দরপুর-দূর্গাপুর ও ত্রিলোচনপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনালীন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এ ১টি মামলায় ১ হাজার টাকা ও মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এ ১ টি মামলায় ২ হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া চিত্রা নদীর অবৈধ বাধ অপসারণ করা হয় এবং আনুমানিক ২ লক্ষ টাকার অবৈধ চায়না জাল অপসারন ও বিনষ্ট করা হয়।
অপরদিকে একই দিনে আরো একটি অভিযান পরিচালনা করে।এসময় তালেশ্বার বাজারে ভাই ভাই বেকারিতে তৈরি পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ সহ স্ট্রিকার না থাকার অপরাধে অর্থদণ্ড মামলা দিয়ে ৩ হাজার টাকা নগদ জরিমানা আদায় করে।এছাড়া হেলমেট না পরে মোটরসাইকেল সড়কে চালানোর অপরাধ কয়েকটি মামলা ও জরিমানা করে।এছাড়া সকল মোটরসাইকেল চালককে হেলমেট পরে মোটরসাইকেল চালানোর পরামর্শ দেওয়া সহ আইন মেনে চালানোর নির্দেশ প্রদান করেন।
নির্দেশ অমান্য করলে আগামীতে আরো শান্তি দেওয়া হবে বলে জানান।এ অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা এএসআই নির্মল কুমার সহ পুলিশ সদস্যরা। অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুুল্লাহ হাবিব জানান জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তাই সকলকে যথাযথ আইন মেনে চলার আহবান জানান।