সর্বশেষ:

পরিবার পেলো নতুন ঘরের চাবী

কালীগঞ্জে আরো ৮ পরিবার পেলো নতুন ঘরের চাবী ও দলিল

পরিবার পেলো নতুন ঘরের চাবী
Facebook
Twitter
LinkedIn

সাইফুল ইসলাম,ঝিনাইদহ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ ধাপের ২য় পর্ষায়ে ঝিনাইদহের কালীগঞ্জে আরো ৮ টি ভূমিহীন গৃহহীন পরিবার পেল নতুন ঘরের চাবী ও দলিল। এ নিয়ে কালীগঞ্জ উপজেলাতে মোট ১৪১ টি ভূমিহীন পরিবারের মাঝে নতুন ঘর দেওয়া হল। বুধবার সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ঘর প্রদান অনুষ্টানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কালীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক অনুষ্টানের মাধ্যমে ভুক্তভোগীদের হাতে ঘরের চাবী ও দলিল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্য্যক্রম অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষের কথা ভাবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশে একজনও ভূমিহীন গৃহহীন পরিবার থাকবে না। তারই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়ায় দেশের অনেক ভূমিহীন পরিবারের আজ পাকা ঘরে মাথা গোজার ঠাই হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ পর্যন্ত উপজেলাতে ১৪১ টি ঘর প্রদান ছাড়াও পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীনদের ঘরের ব্যবস্থা করা হবে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, নির্বাচনী কর্মকর্তা আলমগীর হোসেন ও গনমাধ্যমকর্মী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana