কয়রা (খুলনা) প্রতিনিধি->>
কয়রা সদরের ইমান মার্কেটের “ছোটন ভাইয়ের চায়ের দোকানে” চুরির ঘটনা ঘটেছে।রবিবার দিবাগত রাতের যে কোনো সময় চুরির ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। চায়ের দোকানের মালিক আবু জাফর মোহাম্মদ ছোটন বলেন, গত রবিবার রাত দশটার পর প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে তিনি বাড়ি যান।সকালে এসে দেখি দোকান হতে গ্যাসের সিলিন্ডার ও আরো কিছু জিনিস চুরি হয়েছে।তিনি বলেন, অভাব অনটনে চায়ের দোকানের মাধ্যমে কোন রকমে চলে যেত, অনেক কষ্ট করে এনজিও থেকে ঋণ করে গ্যাসের সিলিন্ডার কিনেছিলাম,এখন চুরি হওয়ায় খুব কষ্টের মধ্যে আছি।
কয়রা সদরের বাসিন্দা মো.সোহরাব হোসেন বলেন,ছোটন ভাই সুন্দর চা বানায় তাই তার দোকানে নিয়মিত যায়,তার দোকানে চুরি হওয়ার খবরে কষ্ট পেয়েছি।সে অনেক কষ্টে করে দোকানটি করেছিল। উল্লেখ্য,কয়রা উপজেলার কয়রা সদর বাজারে একটি টিনের চালার দোকানে বসে ২১ রকমের চা তৈরি করেন স্থানীয় যুবক আবু জাফর মোহাম্মদ ছোটন।
চা-কে অনন্য এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত চলে তাঁর চায়ের পসরা। আর সেই চা পান করতে প্রতিদিন কয়রার বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসেন তাদের বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে।