কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলায় পিতা ও পুত্র দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ হাবিবুল্লাহ মোল্যা এবং তার ছেলে শহিদুল।
সোমবার সকাল ৭ টায় উপজেলার গোবরায় এ ঘটনা ঘটে। আহতরা জানায়, কয়রা উপজেলার গোবরায় জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় মাওঃ মাফুজুর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছিল হাবিবুল্লার পরিবারের। জমিটি নিয়ে কয়রার আদালতে একটি মামলাও চলমান আছে। উক্ত জমিতে কিছুদিন পূর্বে হাবিবুল্লাহ ধান রোপন করে ধানের পরিচর্যা করার জন্য হাবিবুল্লাহ ও তার ছেলে ধান ক্ষেতে কাজ করতে থাকে।
এরই মধ্যে সকাল ৭টায় মামুন বিল্লাহ পিতা মাওঃ মাফুজুর রহমান, নিয়াজ মুরশিদ পিতা ফারুক মিস্তিরি , আশিক বিল্লাহ পিতা নুরুল্লাহ ঢালী , মিলন গাজী পিতা মৃত রুহুল আমিন গাজীসহ ১০/১৫ জন হাবিবুল্লাহ মোল্যা ও তার ছেলে শহিদুল্লাহর ওপর হামলা করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘আহতদের মাথায় একাধিক ক্ষত রয়েছে। লোহা জাতীয় কোনো বস্তু দিয়ে তাদের আঘাত করা হয়েছে। আহতদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ হামলার ব্যপারে মামুন বিল্লাহ গংদের কাছে জানতে চাইলে তারা হামলার ঘটনা অস্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্ষন্ত মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।