কয়রা উপজেলা প্রতিনিধি
খুলনার কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের কুশোডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন রহিম সরদার পিতা মৃত জয়নাল সরদার, রবিউল ইসলাম পিতা গনি সরদার ও তার মা রওশনারা বেগম। তাদের সবার বাড়ি কুশোডাংগা গ্রামে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সোলেমান সরদার গং দের সাথে রহিম সরদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত জমিতে সিভিলে মামলা চলমান আছে। প্রতিবছরের ন্যায় এবার ও জমিতে ধান রোপন করতে যায় রহিম সরদার গংরা তারা ধান রোপন করতে থাকে এই সময় হঠাৎ সোলেমান সরদার পিতা মৃত ছবেদ আলী সরদার, তার ছেলে বিল্লাল সরদার সিরাজুল সরদার পিতা মৃত পয়মাল সরদার, মনিরুল, আনারুল, রেজাউল সরদার গংরা অতর্কিতভাবে হামলা চালায়।
এতে রহিম সরদার সহ তিন আহত হন। আহতদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সলেমান গংরা জানান আমরা তাদের সাথে মারামারি করিনি।
রহিম সরদাররা এ হামলার সঠিক বিচারের দাবী জানান। এ রিপোর্ট লেখা পর্ষন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।