পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছার বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে একাধিক খুচরা সার বিক্রেতার মাধ্যমে সার বিক্রয়ের জন্য দাবী করেছেন এলাকাবাসী। এদিকে সংশ্লিষ্ট বাজারে সার বিক্রির অনুমোদন চেয়ে আবেদন করেছেন খুচরা সার বিক্রেতা আবু হেনা সরদার। বিষয়টি নিয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় আলোচনা হয়েছে। সূত্র অনুযায়ী, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় বাজার হচ্ছে কপিলমুনি বাজার।
৩টি উপজেলার সীমান্তবর্তী হওয়ায় যে কোন পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কপিলমুনি বাজারটি গুরুত্ব বহন করে থাকে। এ বাজারে সার বিক্রয়ের জন্য খুচরা সার বিক্রেতা হিসেবে ২০১২ সালের ২৬ ডিসেম্বর অনুমতি লাভ করেন মালথ গ্রামের মৃত আব্বাস সরদারের ছেলে রোকন উদ্দীন সরদার।
পরবর্তীতে তিনি অপরোগতা প্রকাশ করলে তার স্থলে কপিলুমনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির ২৭/১১/২০১৮ ও ০৮/০৭/২০১৯ ইং তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন প্রাপ্ত হন কপিলমুনির জিল্লুর রহমানের ছেলে আবু হেনা সরদার। ১৭/০৭/২০১৯ ইং তারিখে দোকানের অবস্থান ইউনিয়নের ৯নং ওয়ার্ড উল্লেখ করা হয়।
এদিকে কপিলমুনি বাজারে প্রচুর সারের চাহিদা থাকায় ৯নং ওয়ার্ডের অবস্থান পরিবর্তন করে কপিলমুনি বাজারে বিক্রয়ের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর আবেদন করেছেন খুচরা সার বিক্রেতা আবু হেনা সরদার।
বিষয়টি নিয়ে গত রোববার উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। আইনগত ও নীতিমালা অনুসরণ করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।