পাইকগাছা প্রতিনিধি :
খুলনার পাইকগাছা উপজেলার গড়ুইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কুমখালী গ্রামে ওয়ারেশ গোপন করে সম্পত্তি ভোগ দখলের অভিযোগ। পাইকগাছার গড়ুইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম ৮/১২/২১ তারিখে ৫২/২১ নং স্নারকে ওয়ারেশ কায়েম সনদ পত্র প্রদান করেন যে, কুমখালী গ্রামের মৃত্যু কৌতুক বৈদ্যের মৃতুর পর তার পুত্র মহেন্দ্র বৈদ্যর মৃতুকালে তিনি ২ কন্যা চপলা রানী সরকার ও জোছনা রানী মল্লিক ও এক স্ত্রী শ্রীমতী বৈদ্য ওয়ারেশ রেখে যান মর্মে ওয়ারেশ কাম প্রদান করেন।
আবার ১৪/২/২২ তারিখে ১৫৩/২২ নং স্নারকে ওয়া রেশ কায়েম সনদ পত্র প্রদান করেন যে,মহেন্দ্র বৈদ্য নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করেন। আবার ২১/৮/২২ তারিখে ৪০০/২২ নং স্মারকে ওয়ারেশ কাম সনদ দেন যে গত ১৪/২/২২ তারিখে ১৫৩/২২ স্নারকের ওয়ারেশকায়েম পত্র বাতিল করে ৮/১২/২১ তারিখের দেওয়া ওয়ারেশদের মিল রেখে ওয়ারেশ কাম সনদ প্রদান করেন।
আবার ২১/৮/২২ তারিখের ৪০০/২২ নং স্মারকে ওয়ারেশ সনদ প্রদান করে যে মহেন্দ্র নাথ বৈদ্যর এর মৃতুর পর কন্যা চপলা রানী সরকার ও জোছনা রানী মল্লিক ও এক স্ত্রী শ্রীমতী বৈদ্য ওয়ারেশ রেখে যান মর্মে ওয়ারেশকাম প্রদান করেন। আবার ৪/১২/২২ তারিখের ৫২৬/২২ নং স্মারকে ওয়ারেশ কাম সনদ প্রদান করেন যে মহেন্দ্র নাথ নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরণ করেন।
বার বার ওয়ারেশকাম সনদ পরিবর্তন করায় ভোগান্তিতে ওয়ারেশগণ।এ বিষয়ে গড়ুইখালী ইউনিয়নের চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এগুলো ইউপি সদস্যর তদন্ত ও সুপারিশ মোতাবেক ওয়ারেশ কাম পরিচয় প্রদান করা হয়েছে। এই ওয়ারেশদের সম্পত্তি নিয়ে ঘটছে জমি দখলের চেষ্টা হুমকি আইনশৃঙ্খলার অবনতি।
এ বিষয়ে বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট আদালত পাইকগাছায় এম, আর ৩৮৬/২২ মামলা দায়ের করেন কুমখালী গ্রামের মৃত সূর্যকান্ত বৈদ্যর পুত্র পরিমল চন্দ্র বৈদ্য,এতে একই গ্রামের সরোজিত বৈদ্য, সুজিত বৈদ্য উভয় পিতা রামচন্দ্র বৈদ্য, ইউ পি মহিলা সদস্য যমুনা বৈদ্য, সুশান্ত বৈদ্য,বিশ্বজিৎ বৈদ্য, নিতিশ বৈদ্য কে বিবাদী করে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা থানার কুমখালী মৌজার এস, এ ১৪০খতিয়ানের জমি পৈত্রিক ওয়ারেশ হিসেবে প্রাপ্ত পরিমল বৈদ্য। উক্ত জমি বিবাদীগণ ধান চাষে বাঁধা প্রদান জোর জবরানে বেদখল করিবার জন্য জন্য হুমকি প্রদর্শন করছে। পরিমল চন্দ্র বৈদ্য এর সঠিক বিচার চেয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।